কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে কয়েক ঘণ্টার ব্যবধানে সড়কে ৩ প্রাণহানিসহ ৫টি ঘটনা-দুর্ঘটনা ঘটেছে।
দুই দুর্ঘটনায় ৩ জন নিহত :
সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সিলেট-জকিগঞ্জ সড়কে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর ও জকিগঞ্জের ইউনিয়ন অফিস বাজারে দুর্ঘটনা দুটি ঘটে।
জানা গেছে, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীরামপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন ঝর্ণা বেগম (৩৫) নামের এক নারী। তিনি দক্ষিণ সুরমার আকিলপুর গ্রামের জুনেদ আহমদের স্ত্রী। দুর্ঘটনার সময় প্রাইভেটকারে তার স্বামী ও সন্তানরা ছিলেন। তাদেরকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরে বিকালে বিকালে ঝর্নার ১০ বছর বয়সী ছেলে সিয়াম আহমদও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
অপরদিকে, স্বামী জুনেদসহ তার অপর দুই ছেলে-মেয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, বুধবার বিকেলে জকিগঞ্জের ইউনিয়ন অফিসবাজার এলাকায় বর-কনের বিয়ের মাইক্রোবাসের সাথে একটি টমটমের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই টমটমচালক জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামের সাবু মিয়া (৫০) নিহত হন।
এ দুর্ঘটনায় বর-কনেসহ মাইক্রোবাস ও টমটমের ১২ যাত্রী আহত হয়েছেন।
দুই আবাসিক হোটেলে অভিযান :
সিলেটের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজের দায়ে ৪ নারী পুরুষকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) রাত সোয়া ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার মা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে লামাবাজার ফাঁড়ির একদল পুলিশ অনৈতিক কাজের অভিযোগে দুই যুবক-যুবতীকে আটক করেছে।
এরপর পুলিশ অভিযান চালায় একই এলাকার চৌধুরী আবাসিক হোটেলে। এখান থেকেও একই অভিযোগে আরও দুই যুবক -যুবতীকে আটক করা হয়।
আটকরা হলেন- শাহাব উদ্দিন (৩৮), মেহেদী হাসান মুকুল (৩২), লাকী বেগম (৩৫) ও আফসানা পারভীন (৩০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিজিবির অভিযানে চোরাই পণ্য জব্দ :
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে এসব পণ্য নিয়ে এসেছিল চোরাকারবারীরা। মঙ্গলবার (১৭ জুন) রাতে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন বিওপির টহল দল এসব পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, উৎমা, তামাবিল ও শ্রীপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে ৪৩ লাখ ১১ হাজার ৬২০ টাকা ভারতীয় গরু, চিংড়ির রেনু পোনা, জিরা, চকলেট, বিস্কুট, হরলিক্স, সাবান, অলিভওয়েল, কসমেটিক্স, মদ ও ফেনসিডিল জব্দ করে।
এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করে বিজিবি।
কোম্পানীগঞ্জে ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ভাঙার মিলে মোবাইল কোর্টের অভিযানে ১৫টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুরে উপজেলার পাড়ুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের নেতৃত্বে অভিযানে পল্লী বিদ্যুৎ, পুলিশ ও আরএনবি সদস্যরা অংশ নেন।
প্রায় ৫০ হাজার ঘনফুট পাথরবোঝাই ৯টি নৌকা জব্দ :
সিলেটের লোভাছড়া কোয়ারির জব্দকৃত পাথর পরিবহনকালে দক্ষিণ সুরমায় সুরমা নদী থেকে প্রায় ৫০ হাজার ঘনফুট পাথরবোঝাই ৯টি নৌকা জব্দ করে পুলিশে দিয়েছে জনতা। মঙ্গলবার গভীর রাতে মোগলাবাজার থানাধীন সিলেট পাসপোর্ট অফিসের কাছে নৌকাগুলো জব্দ করা হয়। বিপুল পরিমাণ এই পাথর লোভাছড়া থেকে লুট করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ।
জানা যায়, মঙ্গলবার রাতে কানাইঘাটের লোভাছড়া থেকে ৯টি নৌকা বোঝাই করে পাথর সুরমা নদী দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকাগুলো সিলেট পাসপোর্ট অফিসের কাছে আসার পর একদল লোক সেগুলো জব্দ করে পুলিশে খবর দেন।
মোগলাবাজার থানার পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমদ জানান- যারা পাথরবোঝাই নৌকা জব্দ করেছেন তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।