দাসপাড়ায় সংঘর্ষ : হয়নি মামলা, ৫ জন জেলহাজতে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়ায় সংঘর্ষের ঘটনায় আটক ৫ জনকে বৃহস্পতিবার (৬ মার্চ) জেলহাজতে পাঠানো হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

তবে সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ এখনো মামলা দায়ের করেনি। 

এসব তথ্য কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন। 

বুধবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত মহানগরের শাহপরাণ থানাধীন দাসপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৫টি গ্রামের মানুষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ওই দিন বিকালে এর সূত্রপাত ঘটে। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। রাতেই ৫ জনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্থানীয়রা জানান, আধিপত্যকে কেন্দ্র করে ইফতার আগ মুহূর্তে শাহপরাণ দাসপাড়া, বংশীধর, বালুটিকর ও চকগ্রাম, হাড়পাড়ার দুই পক্ষের মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। রাত ৯টা পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ হয়। এসময় দোকান-পাট ও যানবাহন ভাঙচুর করা হয়।