কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ছাত্রলীগ নেতা নাঈম আহমদকে (২৯) গ্রেফতার করেছে কোতোয়ালি থানাপুলিশ। তিনি চুরি-ছিনতাইও করে বেড়াতেন। বুধবার দিবাগত (২৭ মার্চ) রাত আড়াইটার দিকে সিলেট মহানগরের আখালিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
নাঈম আখালিয়া এলাকার কাটারপাড়র পুর্বাশা জি ব্লকের ৩১ নং বাসার বাসিন্দা সিকন্দর আলীর ছেলে ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ সিলেট মহানগর ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- নাঈমের বিরুদ্ধে একাধিক মাদক, চাঁদাবাজি, চুরি ও ছিনতাই মামলা পাওয়া যায়। গ্রেফতারের পর বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।