শিশুর সামনে অ শ্লী ল অঙ্গভঙ্গি, যুবককে উত্তম-মধ্যম

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে শিশুমেয়ের (১০) সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগে এক যুবককে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন জনতা। ঘটনাটি সোমবার (১৪ জুলাই) বিকালে মহানগরের বাগবাড়ি নরশিংটিলা এলাকায় ঘটেছে।

অভিযুক্ত যুবকের নাম মাহমুদ আলী (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর এলাকার মৃত আব্দুল মুতলিবের ছেলে। বর্তমানে সিলেট মহানগরের শামীমাবাদ এলাকার ১ নং রোডের একটি কলোনিতে ভাড়া থাকেন তিনি।

বখাটে মাহমুদ বিবাহিত। তার দুই ছেলে-মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে মাহমুদ আলীকে বাগবাড়ি নরশিংটিলা এলাকার একটি বাসার সামনে ঘুরা-ফেরা করতে দেখা যায়। সোমবার বেলা আড়ইটার দিকে স্থানীয়রা দেখেন- ওই বাসার পাশে একটি শিশুমেয়েকে দেখিয়ে দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করছেন তিনি। এসময় স্থানীয় তাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ আসলে মাহমুদকে সোপর্দ করেন জনতা।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কওমি কণ্ঠকে বলেন- ওই যুবকের বিরুদ্ধে শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।