- রয়েছে বৃষ্টির পূর্বাভাস
কওমি কণ্ঠ রিপোর্টার :
গত দুদিন ধরে সিলেটজুড়ে তীব্র গরমে নাভিশ্বাস উঠছে মানুষের। শেষ আষাঢ়ের দাবদাহে পুড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের এই জনপদ। শনিবার (১২ জুলাই) বিকাল ৪টার দিকে সিলেটে তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবারও (১১ জুলাই) সিলেটে ছিলো তীব্র গরম। রাতে হয়নি কোনো বৃষ্টি। ফলে বাড়ে তাপমাত্রা। শনিবার সকাল থেকে সূর্যের প্রখর তাপে ফের পুড়তে শুরু করে সিলেট। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ে এর তীব্রতা।
প্রচণ্ডে গরমে ভোগান্তি পোহাচ্ছেন পথচারী ও দিনমজুর। দুপুর থেকে মহানগরের রাস্তায় মানুষ কম দেখা গেছে। যানবাহন চলাচলও কম ছিলো বিকলে পর্যন্ত। প্রচণ্ড রোদে লোকজন বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না। গরমের কারণে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষজন।
তাপমাত্রা ৩৬ হলেও সেটি অনুভূত (ফিলস লাইক) হচ্ছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট মহানগরের তালতলা এলাকার রিকশাচালক ইমাম আলী বলেন, ‘ইলা (এই রকম) গরম দিলে রুজি-রোজগার করা যাইত না। ইলা গরমে রিকশা চালাইলে ভিতর ফাটি যায়। গরম বাড়ার লাগি আগের মত ইনকাম নাই। মেঘ (বৃষ্টি) দিলে বালা লাগত, না হয় বাঁচার উপায় নাই আমরার মতো গরিবদের।’
মহানগরের শিবগঞ্জ এলাকার বাসিন্দা সজিব আহমদ জানান, ‘আজকের গরম খুব বেশী। এভাবে গরম থাকলে দৈনন্দিন কাজ করা বেশ কষ্টকর।’
এদিকে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১২ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়- রোববার (১৩ জুলাই) সকাল ৯টার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।