কওমি কণ্ঠ ডেস্ক :
সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানে সিলেটে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুজন-সুশাসনের জন্য নাগরিক এর আয়োজন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সিলেটে হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠিত হয়।
বক্তারা এসময় মানুষের বাক স্বাধীনতা, নিরাপত্তা, কোনো সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা, সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, প্রতিটি নাগরিক যেন মৌলিক অধিকার পায় তা নিশ্চিত করা, ফ্যাসিজম প্রতিষ্ঠা না করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সিলেট জেলা সুজনের সহ-সভাপতি সৈয়দা শিরিন আক্তার এর সভাপতিত্বে সিলেট জেলা সুজনের সাধারণ সম্পাদক এডভোকেট শাহ সাহেদার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সুজনের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ব্রাহ্মণবকড়িয়া জেলা সুজনের সাধারণ সম্পাদক একেএম শিবলী, হবিগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক চৌধুরী মিসবাহুল বারী লিটন, সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, মৌলভীবাজার জেলা সুজনের সদস্য সচিব জহর লাল দত্ত, দি হাঙ্গার প্রজেক্ট সিলেট আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।
স্বাগত বক্তকব্য সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন- রাজনীতি হলো জনসেবা ও মানবসেবা। যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করে দেয়। কিন্তু বর্তমানে সেই রাজনীতির পরিবর্তন ঘটেছে। রাজনীতি সুস্থ ধারায় আসতে হবে এবং জনকল্যানমুখী হতে হবে। রাজনীতি পরিচ্ছন্ন হলেই আইনের শাষণ কায়েম হবে। আগামী নির্বাচনের মাধ্যমে তা বাস্তবায়ন হতে হবে। এ দায়িত্ব আমাদের সকলের।
বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী, এড সৈয়দ কাওসার আহমদ, এড সত্যজিৎ কুমার দাস, শাবিপ্রবির অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, তাহমনিা আক্তার, প্রফেসর মোশাররফ হোসেন, বাসস সুনামগঞ্জ প্রতিনিধি মো. আমিনুল হক, সাংবাদিক ইয়াইয়া মারুফ, শাকিলা ববি, কন্যাশিশু এডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক, সামিনা চৌধুরী মনি, আতাউর রহমান সামছু, হুমায়ূন রহমান বাপ্পি, মোতালেব তালুকদার দুলাল, সজিদুর রহমান ও শাহজাহান প্রমুখ।