কওমি কণ্ঠ ডেস্ক :
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসূচি ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি প্রতিবাদী মশাল মিছিল বের হয়ে বন্দরবাজারের দিকে অগ্রসর হয়।
মিছিলে বক্তারা বলেন- গোপালগঞ্জে কেন্দ্রীয় নেতাদের উপর হামলা প্রমাণ করে "আওয়ামী লীগ একটি সন্ত্রাসীবাহিনী,তারা আবারও খুন, গুম, ভয়ভীতি ও রক্তের রাজনীতি করে ক্ষমতায় ফিরতে চায়।
সে সময় নেতারা আরও বলেন, সরকার ও প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে শান্তিপূর্ণ পদযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে। তারা প্রশ্ন তোলেন ঘটনার পূর্বাভাস থাকলেও কেন প্রশাসন নিরাপত্তা দেয়নি? এটি কি প্রশাসনের ইচ্ছাকৃত অবহেলা এবং পক্ষপাতদুষ্ট আচরণেরই বহিঃপ্রকাশ নয়?
সমাবেশে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান এবং জুলাইয়ের ঘোষণাপত্র’ দ্রুত প্রকাশের আহ্বান জানান, যাতে জনগণের আকাঙ্ক্ষার রাজনৈতিক দিকনির্দেশনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।