মাধবপুরে বি-ষ-পা-নে মা-ছেলের আ*ত্ম*হ*ত্যা

কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় মা ও ছেলে বিষপানে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ-উল্লা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালনগর গ্রামের প্রফুল্ল দাস কয়েক বছর আগে মারা যান। তিনি তার স্ত্রী যোগ মায়া দাস (৭২) এবং প্রতিবন্ধী ছেলে পলাশ দাস (২৯) সহ পাঁচ ছেলে রেখে যান। অন্য ছেলেরা নিজ নিজ পরিবার নিয়ে অন্যত্র বসবাস করায়, যোগ মায়া দেবী তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে অভাবের সংসারে কোনো রকমে দিনাতিপাত করছিলেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মা ও ছেলে একসঙ্গে বিষপান করেন। প্রতিবেশীরা দ্রুত তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার করেন।

কিন্তু হাসপাতালে নেওয়ার পথে, অলিপুরের কাছে ছেলে পলাশ দাস মারা যান। এরপর মাকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক যোগ মায়া দাসকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় মৃত পলাশ দাসের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ-উল্লা জানান, পলাশের লাশ উদ্ধার করা হয়েছে এবং যোগ মায়া দেবীর লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।