সাংবাদিকের বিরুদ্ধে মামলা, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের প্রতিবাদ

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আব্দুস সালাম এবং দৈনিক ইনকিলাবের সম্মানিত সম্পাদকের বিরুদ্ধে দায়েরকৃত ৫০ কোটি টাকার মানহানি মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে এক জরুরি সভায় এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্র ও সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।

বক্তারা আরও বলেন, একই নিউজ একই দিন আর কয়েকটি পত্রিকা ও অনলাইনে প্রকাশ হলেও শুধুমাত্র ইনকিলাবের সম্পাদক মহোদয় ও সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে মামলা করে বাদী মামলাটি উদ্দেশ্য প্রণোদিত বলে নিজেকে প্রমাণ করেছেন।

তারা বলেন, সাংবাদিক  বিরুদ্ধে এ ধরনের মামলা দায়ের করা শুধু ব্যক্তি নয়, সমগ্র সাংবাদিক সমাজকেই অপমানিত করার শামিল।

প্রেসক্লাব নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। একই সঙ্গে তারা বলেন, যদি এ ধরনের হয়রানি বন্ধ না হয় তবে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা একযোগে সাংবাদিকদের হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না (যায়যায়দিন) এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ (মানবজমিন) এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের (সমকাল), আশিক আলী (যুগান্তর), সিনিয়র সদস্য এম আর টুনু তালুকদার (নাগরিক টিভি), রোহেল উদ্দিন (গণমুক্তি), নবীন সোহেল (কালবেলা), সালেহ আহমদ সাকী (শ্যামল সিলেট), মিসবাহ উদ্দিন (আমার সংবাদ), কোষাধ্যক্ষ আব্দুস সালাম (ইনকিলাব), সদস্য  বদরুল ইসলাম মহসিন (ভোরের কাগজ), শিক্ষনবিশ সদস্য আফজল মিয়া (ক্যামেরাপার্সন- এনটিভি ইউরোপ)।