সিলেটে দেশবার্তা ও নতুন সময়ের অফিস উদ্বোধন

কওমি কণ্ঠ ডেস্ক : 

সিলেটে  জাতীয় দৈনিক দেশবার্তা, নতুনসময় ও বিএটিভির অফিস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৪ মে)  রাতে নগরীর মিরবক্সটুলা আজাদী ১১১ এর তৃতীয় তলায় ফিতা কেটে উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এর আগে সংক্ষিপ্ত আলোচনাসভায় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী তোফায়েল আহমদ বলেন- সাংবাদিকতায় সিলেট আরো দূর যেতে পারতো কিন্তু হয়নি। অনেক বঞ্চনার খবর চাপা পড়ে যায়। সকলের সহযোগিতায় পত্রিকা দুটির মাধ্যমে সিলেটের মাটি ও মানুষের সুখ দুঃখ তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীকে পত্রিকা দুটির সিলেট বিভাগীয় সম্পাদকের ঘোষণা দেন। 

এ সময় সিলেটের প্রবীণ সাংবাদিক মুক তাবিস উন নূর বলেন, বস্তুনিষ্টতা বজায় রাখলে পত্রিকা এগিয়ে যাবেই। তিনি বলেন, কার কি রাজনৈতিক মতাদর্শ এ বিষয়টি যেন পত্রিকায় প্রতিফলন না হয়। সিলেট বিভাগের দায়িত্ব প্রাপ্ত প্রবীণ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী সকলের সহযোগিতা কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, বদরোদ্দোজা বদর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও একুশে পদক প্রাপ্ত গবেষক সুমন কুমার দাস, সিলেট প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির ইকরামুল কবীর, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি মইন উদ্দিন, আমাদের দেশ সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ, মানবজমিন ও একুশে টিবির সিলেট প্রতিনিধি ওয়েছ খসরু, রুপালী বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক সালমান ফরিদ, দিনরাত সম্পাদক মুজিবুর রহমান ডালিম, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের প্রভাষক আলমগীর হোসেন, মনির হাসান, কালবেলার সিলেট ব্যুরো চিফ মিঠু দাস জয়, এনটিভি ইউরোপ’র সিলেট প্রতিনিধি নবীন সোহেল প্রমুখ।