সিলেট মহানগরের গোয়াবাড়িস্থ রয়েল ফিল্ডে আর-রশীদ ইসলামিক ইনস্টিটিউটের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ব্রিটেনের বরেণ্য আলিম শায়েখ মুফতি হাবীব নূহ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আর-রশীদ ইসলামিক ইনস্টিটিউটের পরিচালক মাওলানা সাদিকুর রাহমান। উপস্থাপনায় ছিলেন শিক্ষাসচিব মাওলানা উবায়দুল্লাহ হারুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়তুল আজীম জামে মসজিদের খতীব মাওলানা আব্দুল্লাহ আল মনসুর, সিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজন এবং শামসুর রহমান খান শামসু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইনস্টিটিউটের শিক্ষক হাফিজ নাজির আহমদ। এরপর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং সঙ্গীত শিল্পী সায়নান সায়েমের কণ্ঠে ইসলামী সংগীত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী পর্ব। শিক্ষা, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানের প্রধান অতিথি শায়েখ মুফতি হাবীব নূহ তার বক্তব্যে শিক্ষার্থীদের দীনি ও জাগতিক জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের প্রতি দোয়া ও অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
আর-রশীদ ইসলামিক ইনস্টিটিউট ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।