সিলেটের ভ য়ং ক র দুই প্রতারক পুলিশের জালে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দুই বিকাশ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) বিকালে সিলেট মহানগরের শাহজালাল (রাহ.) মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য জানান। 

গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার জেলার মহেশখালী থানার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়া গ্রামের মো. হোসাইনের ছেলে মো. ওসামন গনি (২১) ওই একই ইউনিয়নের সোনারপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে মো. ফরহাদ আহম্মদ (২২)। 

পুলিশ জানায়- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়- এই প্রতারক চক্র সিলেট মহানগর ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন নগদ এজেন্ট দোকানে গিয়ে টাকা পাঠানোর সময় কৌশলে দোকানদারদের অজান্তে তাদের নগদ অ্যাকাউন্টের পিন সংগ্রহ করে। পরবর্তীতে ওই পিন ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে একাধিক ই-ট্রানজাকশন করে প্রতারকেরা দোকানদারদের অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ করে। 

এরকম ঘটনায় ভুক্তভোগী সৌরভ রায় শুভ ও মো. সাইদুর রহমান নামের দুজন জানান- সিলেট মহানগরের মদিনা মার্কেট ও শাহজালাল গেইটে তাদের দোকান রয়েছে। গত কয়েক দিনে প্রতারক চক্র তাদের নগদ একাউন্টে থাকা ৩০ হাজার ও ৪৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।

বিষয়গুলো পুলিশ জানতে পেরে এসএমপি কমিশনারের নির্দেশে গোয়েন্দা বিভাগের একাধিক টিম অভিযান পরিচালনা শুরু করে। একপর্যায়ে বুধবার বিকালে এই প্রতারক চক্রের মূল হোতা ওসামন গনি ও ফরহাদ আহম্মদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। 

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস ও ৪০ হাজার ৫৪০ টাকা এবং ১২টি সিম জব্দ করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।