৫০০ বছর আগের নবাবের হস্তে লেখা শিলালিপি সিলেটে

কওমি কণ্ঠ রিপোর্টার :

৫০০ বছর আগের এক নবাবের হাতে লেখা শিলালিপি এবার এসেছে সিলেটে- শাহজালাল রাহ. দরগাহে। যা এতদিন জাতীয় যাদুঘরে সংরক্ষিত ছিলো।

এখন থেকে ঐতিহাসিক সেই শিলালিপি শাহজালাল দরগাহের মোতায়াল্লির অফিসে রাখা থাকবে। 

বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯টার দিকে শাহজালাল (রাহ.) মাজারসংলগ্ন একটি হোটেলে খাদেম সামুন মাহমুদ খানের কাছে এই শিলালিপি হস্তান্তর করেন মাসিক শাহজালাল ম্যাগাজিনের সম্পাদক রুহুল ফারুক জালালী শাজলী।

সংশ্লিষ্টরা বলছেন- শিলালিপিটি ১৫০৩ খ্রিষ্ট্রাব্দে লিখেছেন তৎকালীন নবাব সুলতান শামস্ আল দ্বীন ফিরোজ।

মাজার কর্তৃপক্ষ বলছেন- ঐতিহাসিক এই শিলালিপির মাধ্যমে ওলিকুল শিরোমনি শাহজালালর (রাহ.) সিলেট আগমনের সঠিক ইতিহাস জানবেন মানুষজন।