কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের শাহপরাণ মাজার এলাকা থেকে তরুণীকে (২৫) তুলে নিয়ে চা বাগানে শ্লীলতাহানি করা দুই ধর্ষককে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১২ মার্চ) বিকালে তাদের আদালতে প্রেরণ করা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এসব তথ্য কওমি কণ্ঠকে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) ভোরে সিলেট মহানগরের এয়ারপোর্ট থানাধীন খাদিম চা বাগানের ছড়াগাঙ নামক স্থানে বিশ্বনাথ উপজেলার এক মানিসক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাকৃতরা হলেন- সিলেটের শাহপরান থানাধীন এলাকার উত্তর মোকামের গোল পীরের বাজারের হাসেম মিয়ার ছেলে লেগুনাচালক আব্দুর রহিম ও একই থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব মিয়া (২৫)।
ভুক্তভোগী নারী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি রয়েছেন।
জানা গেছে, ঘটনার ৪ দিন আগে মানসিকভাবে অসুস্থ ওই তরুণী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আসেন। বাড়ি থেকে এসে তিনি শাহপরাণ মাজারে অবস্থান করছিলেন। মঙ্গলবার ফজরের নামাজের পর তার সঙ্গে দেখা হয় অভিযুক্ত আব্দুর রহিম ও রাকিব মিয়ার। তারা তাকে সেখান থেকে লেগুনায় তুলে খাদিম চা বাগানের ছড়াগাঙ এলাকায় নিয়ে যায় এবং ধর্ষণ করে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা নির্যাতিতাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়।
মোহাম্মদ সাইফুল ইসলাম বুধবার (১২ মার্চ) বিকালে কওমি কণ্ঠকে বলেন- আসামিরা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছেন। পরে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক।