কওমি কণ্ঠ রিপোর্টার :
সদ্য বিদায় হওয়া অক্টোবর মাসে সিলেট মহানগরের ৬টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ শতাধিক ‘অপরাধীকে’ ধরেছে পুলিশ।
এদের মধ্যে রয়েছে চোর, ছিনতাইকারী, মাদক কারবারি, জুয়াড়ি ও অসামাজিক কার্যকলাপকারি।
এছাড়া এই এক মাসে অসামাজিক কাজের দায়ে ৬টি আবাসিক হোটেল সিলগালা, ১৪ জন অপহৃত উদ্ধার ও কাগজপত্রবিহীন ১ হাজার ৯৯১টি যানবাহন জব্দ করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) রাতে এক বার্তায় এসব তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান- গত এক মাসে সিলেটে পুলিশ ১৭৩০ পিস ইয়াবা, ৪ কেজি ২২০ গ্রাম গাঁজা, ৭১৩ বোতল বিদেশি মদ, ১৪৫ লিটার চোলাই মদ ও ২১ বোতল ফেন্সিডিল জব্দ করে।
চোরাচালান পণ্যের মধ্যে জব্দ করা হয় ৭৯২০ কেজি ভারতীয় পেঁয়াজ, ৩০০০ পিস শাড়ি, ৩৭৪৩ পিস চকলেট, ১৪২৫টি মেন্টস রেনবো চকলেট, আরও ৩১ প্যাকেট চকলেট, ৪ লাখ ২০ হাজার শলাকা নাসিরুদ্দীন বিড়ি, ৩৬৩ পিস সাবান, কম্বল ৬৪ পিস, ১৬০০ পিস ক্রিম, ১ লাখ ৬৮ হাজার শলাকা পাতার বিড়ি, ৭৭০ প্যাকেট সিগারেট, ৯২১৪ কেজি চা পাতা, ১৪৪০ কেজি কেনু, ৫২ বস্তা জিরা ও ২৬টি মোবাইল হ্যান্ডসেট।
পুলিশ জানায়- অক্টোবর মাসে সিলেটের ৬টি থানার বিভিন্ন এলাকা থেকে ৫৬ জন চোর, ১৭ জন ছিনতাইকারী, ৬৩ জন মাদক কারবারি, ১২২ জন জুয়াড়ি ও অসামাজিক কাজে জড়িত ১৯ জনসহ ৭২৫ জনকে আটক-গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অসামাজিক কাজ পরিচারলনার দায়ে সিলেট মহানগর এলাকার ৬টি হোটেল সিলগালা, ১৪ অপহৃত বা নিখোঁজ ভিকটিম উদ্ধার এবং কাগজপত্রবিহীন ১৯৯১টি যানবাহন জব্দ করেছে পুলিশ।