কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত হানা দেয়। তবে পুলিশ ও স্থানীয় জনতার সতর্ক অবস্থানের কারণে কোনো বাড়িতে ডাকাতি করতে পারেনি সেই দল।
বিষয়টি বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কওমি কণ্ঠকে জানিয়েছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী।
তিনি বলেন- রাত ২টার দিকে আমরা খবর পাই যে, দক্ষিণ সুরমার রশিদপুর হয়ে এক দল ডাকাত বিশ্বনাথের দিকে আসছে। আমরা তৎক্ষণাৎ টহল জোরদার করি। পাশাপাশি বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিদের অবগত করি। ফলে বিশ্বনাথ পৌরসদর, সদর ও অলংকারী ইউনিয়নসহ আশপাশ এলাকার মানুষজন সতর্ক হয়ে যান। সবার সতর্ক অবস্থানের কারণে ডাকাতদল আর কারো বাসাবাড়িতে হানা দিতে পারেনি।
ওসি বলেন- উপজেলার আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের পুলিশ বাহিনী তৎপর রয়েছে।
কোথাও কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানাপুলিশকে অবগত করতে অনুরোধ জানিয়েছেন ওসি মো. এনামুল হক চৌধুরী।