কলেজছাত্রের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে চৌহাট্টায় মানববন্ধন

কওমি কণ্ঠ ডেস্ক : 

সিলেট সরকারি কলেজের ছাত্র বদরুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে সিলেট মহানগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বিকালে অনুষ্ঠিত মানববন্ধনে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, যুব সমাজের প্রতিনিধি ও সাহেবের বাজার এলাকার সচেতন নাগরিক এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন- পরিকল্পিতভাবে মিথ্যা হত্যা মামলায় ফাঁসানো হয়েছে বদরুলকে। অবিলম্বে তাকে এ মামলা থেকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হোক। মেধাবী ছাত্র বদরুলের জীবন অন্ধকারের দিকে ঠেলে দিবেন না। 

বক্তারা এ বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি কামনা করেন।