সিলেটে আরও দুই ‘ডেভিল’ পাকড়াও

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে চলমান অপারেশন ডেভিড হান্টে সিলেট মহানগর এলাকায় আরো দুই আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী বিন শাহিন ও ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলী আহমদ খান।

গ্রেফতারকৃতদের পরে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারকের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।