মধ্যরাতে এমসি কলেজ অশান্ত হওয়ার গুজব

কওমি কণ্ঠ রিপোর্টার :

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে সিলেটের এমসি কলেজ অশান্ত হওয়ার গুজব ছড়িয়েছে একটি চক্র। পুরনো একটি ভিডিও ভার্চ্যুয়াল মাধ্যম ফেসবুকে ছড়িয়ে বলা হয়- ছাত্রদল ও শিবির মারামারি করছে। ভিডিওতে গোলাগুলির আওয়াজও শুনা যায়। একই ভিডিও অনেকেই ফেসবুকে লেখেন- যৌথবাহিনীর অপারেশন চলছে এমসি কলেজ ছাত্রাবাসে। 

তবে ফেসবুকে ছড়ানো এসব তথ্য ও ভিডিও ভুয়া বলে কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। 

এর আগে বুধবার দিবাগত মধ্যরাতে এমসি কলেজের ছাত্রাবাসের ১০১ নং কক্ষে থাকা ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মিজানুর রহমান রিয়াদকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠে কলেজটি শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ নিয়ে বৃহস্পতিবার সিলেট ও ঢাকায় উত্তেজনা বিরাজ করছে। ঢাকায় বৈষম্য ছাত্র-জনতা ও ছাত্রদল এবং সিলেটে ছাত্রদল ও তালামীয বিক্ষোভ মিছিল সভা করে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

ফেসবুকে একটি মন্তব্যের জেরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। তবে কেন্দ্রীয় ও সিলেট মহানগর শিবিরের পক্ষ থেকে এ ঘটনার সঙ্গে তাদের নেতাকর্মীরা জড়িত নন বলে জানিয়েছেন।