ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা

কওমি কণ্ঠ ডেস্ক :

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার মাঠ পুরোপুরি প্রস্তুত। ৩১ জানুয়ারি শুরু হবে তাবলিগের মূলপন্থীদের ইজতেমা।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকাল থেকেই প্রথম ধাপে ইজতেমায় অংশগ্রহণের জন্য বিভিন্ন খিত্তা ও পয়েন্টের জিম্মাদার আসতে শুরু করেছেন।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দেশি-বিদেশি মেহমানসহ মুসল্লিরা আসতে শুরু করেছেন বলে জানায় তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের ইজতেমা আয়োজক কমিটি।

তাদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের ইজতেমা শুরায়ি নেজামের অধীনে দুই ধাপে হবে। প্রথম ধাপ ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় ধাপ ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

বিশ্ব ইজতেমা উপলক্ষে জেলাগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে এবং কে কোন ধাপে অংশগ্রহণ করবে, তা ইতোমধ্যে জেলাওয়ালাদের জানানো হয়েছে। প্রথম ধাপে ঢাকার একাংশসহ মোট ৪১টি জেলার মুসল্লি অংশগ্রহণ করবেন। দ্বিতীয় ধাপে ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. ইস্কান্দার হাবিবুর রহমান জানান- ইজতেমা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।