কওমি কণ্ঠ রিপোর্টার :
দুবাই থেকে অবৈধ উপায়ে নিয়ে আসা আইফোন ও সিগারেট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা হয়েছে। এসব বহনকারী দুজনের মাঝে একজনকে আটক করা গেলেও আরেকজন সটকে পড়েন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG-248-এ করে দুবাই থেকে এসব আইফোন ও সিগারেট নিয়ে আসা হয়। ফ্লাইটটি শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৮টা ৫১ মিনিটে সিলেট এয়াপোর্টে অবতরণ করে।
নির্ভরযোগ্য একটি সূত্র কওমি কণ্ঠকে জানায়- গোপন সূত্রে খবর পেয়ে এয়ারপোর্ট কাস্টমস ও গোয়েন্দা সংস্থা ওই ফ্লাইটে আসা দুই যাত্রীর লাগেজে তল্লাশি চালিয়ে ৭টি iPhone-17-Pro এবং বিদেশি MOND ব্র্যান্ডের ৫৫৯ কার্টন সিগারেট জব্দ করে। লাগেজ তল্লাশিকালে এসব বহনকারী একজনকে আটক করা গেলেও আরেকজন সটকে পড়েন।
জব্দকৃত পণ্যের বাজারমূল্য ৩৩ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পরে কাস্টমস কর্তৃপক্ষ মোবাইল ফোন ও সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে।
এদিকে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাকে ছেড়ে দেওয়া হয়।