সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদকের শ্বশুরের ইন্তেকাল

  • জানাযা বুধবার বাদ জোহর

সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এর শ্বশুর দক্ষিণ সুরমার বরইকান্দির বিশিষ্ট মুরুব্বী আব্দুস সাত্তারের ইন্তেকাল হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২ জুলাই) বাদ জোহর বরইকান্দি শাহী ঈদগাহে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

সোমবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫ টায় নগরীর পার্ক ভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮০ বছর।
দুই পুত্র, দুই কন্যা, নাতি নাতনী সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

যুক্তরাজ্য প্রবাসী মরহুমের বড় ছেলে ও মেয়ে এবং ফ্রান্স প্রবাসী ছোট ছেলে বাবার জানাযায় অংশ নিতে দেশে ফিরছেন।

যুক্তরাজ্য থেকে ছেলে ও মেয়ে মঙ্গলবার রাত ১০ টার দিকে এবং ফ্রান্স থেকে ছোট ছেলে বুধবার সকাল ৯ টার দিকে বাড়ী পৌঁছবেন বলে মরহুমের জামাতা মকসুদ আহমদ প্রভাতবেলা কে জানান।

এ কারনেই মরহুমের নামাজে জানাযা বুধবার বাদ জোহর নির্ধারণ করা হয়েছে।