বিয়ানীবাজারে যুবদল নেতার মা ও সাবেক ছাত্রদল নেতার স্ত্রীর মৃত্যুতে এমরান চৌধুরীর শোক

বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মাথিউরা সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক শিক্ষক মাথিউরা শেখলাল গ্রামের মরহুম আশরাফুল আলমের স্ত্রী তাহমিনা আশরাফ পপির (৩৫) ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। 

বুধবার (৩ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এমরান আহমদ চৌধুরী মরহুমার রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

উল্লেখ্য, তাহমিনা আশরাফ পপি বুধবার সকাল সাড়ে ৯টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি গোবিন্দ্রশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই কন্যাসন্তান রেখে গেছেন।

মরহুমার প্রথম জানাজার নামাজ বুধবার বাদ আসর গোবিন্দ্রশ্রী জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজার নামাজ বাদ এশা মাথিউরা শেখলাল নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।

অপরদিকে, বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা মাথিউরা শেখলাল নিবাসী খায়রুল ইসলামের মাতা মোছা. খায়রুন নেছার (৭৫) ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। 

বুধবার (৩ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এমরান আহমদ চৌধুরী মরহুমার রুহের মাগফিরাত কামনা ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। 

উল্লেখ্য, মোছা. খায়রুন নেছা বুধবা সকাল ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।

মরহুমার জানাযার নামাজ বাদ আসর মাথিউরা দারুল কোরআন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।