হাবীব নূহ >>
১.
আমরা যথার্থ কারণেই বিশ্বাস করি যুক্তরাষ্ট্র জাগতিক উন্নয়নে অনেক অগ্রসর।এবং মার্কিনীরা পার্থিব ক্ষেত্রে অন্যদের থেকে এগিয়ে।কিন্তু কখনো কখনো মনে হয় এই উন্নতিকে আরো উন্নত করতে হয়তো নতুন চিন্তা দরকার।এই উন্নতির মধ্যেও কিছু সংশোধন ও সংস্কার হয়তো প্রয়োজন।উন্নতিরও যেন শেষ নেই।
যুক্তরাষ্ট্রের টেক্সাস একটি বিশাল ও বৈচিত্র্যময় অঙ্গরাজ্য।ইতিহাস-সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে শক্তিশালী, কিন্তু ভৌগোলিক বৈচিত্র্যের কারণে টেক্সাস যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঙ্গরাজ্যগুলোর একটি।
বিশেষভাবে টেক্সাসের Hill Country ও উপকূলীয় এলাকা ঝুঁকিপূর্ণ।এ জন্য এটি “Flash Flood Alley” নামে পরিচিত।যেখানে হারিকেন, টর্নেডো, বন অগ্নিকাণ্ড,খরা ও ফ্ল্যাশ বন্যা ইত্যাদি সচরাচর ঘটতে থাকে।
গোয়াডালুপে নদীর বন্যা ছিল এক ভয়াবহ বাস্তবতা যা দেখিয়ে দিল যে প্রযুক্তি ও পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রাকৃতিক দুর্যোগে, সব প্রস্তুতি সব সময় যথেষ্ট হয় না।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ৪ জুলাই।২৩৭ বছর আগে ১৭৭৬
সালে, ব্রিটিশ শাসন থেকে আলাদা হয় আমেরিকা।
এবার (জুলাই ৪, ২০২৫), মূলত স্বাধীনতা দিবসের রাতেই কেন্দ্রীয় টেক্সাসে শুরু হয় ভয়াবহ তীব্র বর্ষণ,তাতে দ্রুত গোয়াডালুপে নদীর পানি বেড়ে ফ্লাশ ফ্লাডে রূপ নেয়।মাত্র ৪৫ মিনিটে ২৬–৩৭ ফুট (প্রায় 8–11 মিটার) পানি বেড়ে অতীত সব রেকর্ড ছাড়িয়ে গিয়ে প্লাবিত করে দু পাড়ের শহরগুলো।আর তাতেই তছনছ ও ওলট-পালট হয়ে যায় সবকিছু।এ পর্যন্ত ১০৯–১১৮+ মৃত্যু এবং আরো ১৬০–১৮০+ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।যেখানে সামার ক্যাম্পের ৩০–৩১ জন শিশুও রয়েছে।
এ ছিল আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ।কিন্তু,পিছনে তবুও কথা উঠছে যে—ক্ষয়ক্ষতি কম করার জন্য, বিশেষ করে মানুষ ও প্রাণীদের রক্ষায় প্রযুক্তির সর্বোচ্চ অথবা প্রভূত ব্যবহার বা ভাবনা করা হয়েছে তো?
কিছু অসংগতির জন্য প্রশ্ন উঠা হয়তো স্বাভাবিক।
এ কারণে হয়তো যুক্তরাষ্ট্র সরকার গত রবিবার কের কাউন্টির (Kerr County) জন্য একটি বড় দুর্যোগ ব্যবস্থাপনার আধুনিকীকরণ ও উন্নতিকরণ প্রকল্পের জন্য স্বাক্ষর করেছেন।
যদি বলি—সম্প্রতি সামনে আসা—এ সব তীর্যক মন্তব্য, বক্র বাণী, বাঁকা বাক্য আর অসরল প্রশ্ন হয়তো শোকের উষ্মা অথবা দুঃখের বিষাদ থেকে হচ্ছে, তবুও বলবো,
আদতে,উন্নত বিশ্ব হোক কিংবা অনুন্নত দেশ, আকস্মিক প্রাণহানি ও অপ্রত্যাশিত লোকসান,যেখানেই হোক না কেনো তা মর্মান্তিক বটে তবে তা মানুষের অসহায়ত্বকে তুলে ধরে।
এজন্যই হয়তো স্থানীয় প্রশাসনের অনেক বড় কর্তা, জনগণের কাছে prayers বা প্রার্থনার আবদার করছেন।
২.
যুক্তরাষ্ট্র (United States of America) ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে পাঁচটি অঞ্চলে বিভক্ত।এই বিভাজিত এলাকায় ফেডারেল জেলার বাইরে প্রায় ৫০টি অঙ্গরাজ্য রয়েছে।
আলাস্কার পর, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য হলো দক্ষিণ-মধ্য অঞ্চলের টেক্সাস।(আয়তনে যা ৭,৯৫,০০০ বর্গকিমি), যার রাজধানী হলো অস্টিন (Austin)।এবং হিউস্টন (Houston) টেক্সাসের আরেকটি বড় শহর।
সেখানে ইংরেজি রাষ্ট্রভাষা হলেও স্প্যানিশও ব্যাপক ব্যবহৃত হয়।
২৮তম অঙ্গরাজ্য হিসেবে টেক্সাস (Texas) ১৮৪৫ সালে যুক্ত হয় যুক্তরাষ্ট্রে।এর আগে Texas Republic ছিল একটি স্বাধীন রাষ্ট্র।আর ১৮২১-১৮৩৬ থেকে ছিল মেক্সিকোর অংশ।তার আগে ছিল স্পেনীয় ঔপনিবেশিক শাসনের অধীনে।
২০২৪ সাল পর্যন্ত,সরকারীভাবে স্বীকৃত, টেক্সাসের শহরের সংখ্যা, প্রায় ১,৪৭০টি।
Dallas (ডালাস) টেক্সাসের অন্যতম পরিচিত শহর।এ শহরটি আমার কাছেও ভালো লাগে আর্ট ডিস্ট্রিক্ট হিসেবে এবং স্কাইলাইন ভবনের জন্য।আর হ্যাঁ! ডালাসের টেক্সাস-স্টাইলের বারবিকিউ তো দারুণ,বিশ্বজুড়ে যার খ্যাতি।
টেক্সাস, জনসংখ্যার দিক থেকেও (ক্যালিফোর্নিয়ার পর) যুক্তরাষ্ট্রের দ্বিতীয়।
প্রায় ৩ কোটি ৩৫ লাখ অথবা ৩০–৩৪.৮ মিলিয়ন (২০২৪-২০২৫) লোকের বসবাস সেখানে।
টেক্সাস আবার একটি অর্থনৈতিক পাওয়ারহাউস – যদি এটি একটি দেশ হতো, তাহলে এটি বিশ্বের ৯ম বৃহত্তম অর্থনীতির দেশ হতো।
টেক্সাস সবচেয়ে বড় তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী অঙ্গরাজ্য।
এবং আরো কতকিছু।
টেক্সাসে প্রায় ৩,৭০০টি ছোট-বড় নদী ও উপনদী আছে।
কিছু নদী তো আমাদের অনেকের কাছে সুপরিচিত, যেমন—টেক্সাসের দীর্ঘতম কলোরাডো(Colorado River) নদী এবং মেক্সিকো সীমান্তের Rio Grande রিও গ্র্যান্ড অথবা স্প্যানিশ উচ্চারণে রি-ও গ্র্যান্ডে নদী।
টেক্সাসের সুপরিচিত আরেকটি নদী হলো Guadalupe River বা গোয়াডালুপ নদী।স্প্যানিশ উচ্চারণে যাকে ডাকা হয় গোয়াডালুপে।
আর এ নদী বেয়ে আসে সাম্প্রতিক আমেরিকার বন্যা-ট্র্যাজেডি।যাকে ‘অস্বাভাবিক বিপর্যয়’ বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন।
৩.
এডওয়ার্ডস মালভূমি (Edwards Plateau) টেক্সাসের একটি গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্যপূর্ণ স্থান।
টেক্সাসের মধ্য, দক্ষিণ এবং পশ্চিম অঞ্চলের সংযোগস্থলে প্রায় ২ কোটি ৪০ লক্ষ একর এলাকা জুড়ে এটি বিস্তৃত।
এই মালভূমিটির আধিপত্যে রয়েছে অ্যাশ জুনিপার, ওক ও মধু মেসকুইট সহ বিভিন্ন নামীদামী, রুক্ষ, আধা-শুষ্ক গাছগাছালি। এটি এডওয়ার্ডস অ্যাকুইফারের উপরে অবস্থিত, যা একটি বিশাল ভূগর্ভস্থ জলাধার এবং অনেক স্রোতধারার উৎস। গোয়াডালুপে নদীও এডওয়ার্ডস প্লাটোর এই পাহাড়ি অঞ্চলের Springs থেকে জন্ম নিয়েছে।
টেক্সাসের কের কাউন্টি (Kerr County),প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থানের জন্য পরিচিত, এই কের কাউন্টি এডওয়ার্ডস মালভূমির একটি অংশ।গুয়াডালুপে নদীর উৎস আবার এই কের কাউন্টি।এখান থেকে নদীটি কেরিভাইল, কমফোর্ট, ক্যানিয়ন লেক, নিউ ব্রাউনফেলস, সেগুইন, গঞ্জালেস, কুয়েরো এবং ভিক্টোরিয়ার মতো শহরগুলির পাশ দিয়ে বয়ে গেছে।নদীটির মূল দৈর্ঘ্য প্রায় ২৩০ মাইল বা ৩৭০ কিলোমিটার, তবে প্রবাহমান উপনদী ও শাখানদীসহ এটি ৬০০ মাইল বা ৯৬৬ কিমি ছড়িয়ে যায়।
অবশেষে এটি সান আন্তোনিও (San Antonio Bay) উপসাগর এবং মেক্সিকো উপসাগরে (Gulf of Mexico) গিয়ে মিশে যায়।
কের কাউন্টি, বিশেষ করে গুয়াদালুপ নদী এবং এর তীরবর্তী অঞ্চলে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি ইঙ্গিত দেয় যে মানব অধিবাসীরা 6,000 থেকে 10,000 বছর আগে এখানে এসেছিল।এতে বুঝা যায় যে—প্রাচীন এই অঞ্চল ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ।
অধিকন্তু গুয়াদালুপে নদী টেক্সাসের জনপ্রিয় নদীগুলির মধ্যে অন্যতম কারণ এটি ওয়াটার স্পোর্টস যেমন—রাফটিং, ফ্লাই ফিশিং, টিউবিং, কায়াকিং এবং ক্যানোয়িংয়ের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।
এবং ক্যাম্পিং লোকেশন, প্রাকৃতিক রিসোর্ট,কেবিন ও আউটডোর ক্যাম্পিং হিসেবে সুপরিচিত। অনেক সামার ক্যাম্প, যেমন—Camp Mystic, Camp Stewart, Camp Waldemar এই নদীর তীরে অবস্থিত।
উল্লেখ্য, গুয়াদালুপে নদী ধারে ছাত্রীদের সামার ক্যাম্প চলছিল, অধুনা নির্দয় ফ্লাশ ফ্লাড, চোখের নিমেষে পড়ুয়াদেরকে ভাসিয়ে নিয়ে যায়।পালানোর সুযোগও তাঁরা পাননি।
সম্প্রতি সংঘটিত হৃদয়বিদারক ফ্ল্যাশ ফ্লাডের ভিকটিম, সামার ক্যাম্পের শিশুরা আর কোলাহল করে বেড়াবে না।
Lila Bonner(৯),Eloise Peck(৮),Sarah Marsh(৮), Renee Smajstrla(৮),Janie Hunt(৯) আর ১৮ বছরের তাঁদের কাউন্সেলর Chloe Childress রা আর কখনোই গুয়াডালুপে নদীর পাশে ঘুরে বেড়াবে না।
নিয়তি এমনই।
তাইতো বলি—
আমরা তো স্রষ্টার এবং নিশ্চয়ই আমরা তাঁর দিকেই ফিরে যাবো।
কিন্তু, না ফেরার দেশে ফিরে যাওয়ার জন্য যখন আকস্মিক ডাক আসে তখন পিছনে ফিরে তাকানোর সুযোগই থাকবেনা।
আর এই কথাটি সবাই জানি এবং বুঝি।
৪.
এ সময়ে (৭ জুলাই) Guadalupe নদীর পানি কিছুটা কমেছে, কিন্তু এখনও প্রবল স্ট্রিমফ্লো (high streamflow) হচ্ছে, বিশেষ করে Canyon Lake–এর উপরে ও নিচে।
“রিস্ক এখনও রয়ে গেছে”, কারণ পরবর্তী কয়েক দিনে আরও ২–৪ ইঞ্চি (৫–১০ সেমি) ভারী বৃষ্টি হতে পারে।
স্রষ্টা সবাইকে বাঁচিয়ে রাখুন।
লেখক পরিচিতি :
চেয়ারম্যান : নাসিহা ফাউন্ডেশন, বাংলাদেশ
সি.ই.ও : নাসিহা ফাউন্ডেশন বিডি, ইংল্যান্ড
উপদেষ্টা, বাংলাদেশ খেলাফত মজলিস, ইংল্যান্ড
সিনিয়র সহসভাপতি, হেফাজতে ইসলাম, ইংল্যান্ড