ওসমানীনগরে গোয়ালঘরে ঝুলন্ত লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ করুয়া গ্রামে গোয়ালঘর থেকে বাচ্চু মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

বাচ্চু মিয়া নিজ কুরুয়া গ্রামের আবু সুফিয়ানের ছেলে।

পুলিশ জানায়- সোমবার সকালে গোয়ালঘরের তীরের সাথে বাচ্চু মিয়ার গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেহ ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া কওমি কণ্ঠকে বলেন- প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মতহ্যার ঘটনা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।