সিলেটে প্রায় ২ কোটি টাকার চোরাই পণ্য-পশু জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ২ কোটি টাকার চোরাই পশু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দিবাগত রাত ও শুক্রবার (১১ জুলাই) ভোরে এসব মালামাল জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম।

শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়- বিজিবি ৪৮ ব্যাটালিয়নের  দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী সোনালীচেলা, কালাসাদেক, সোনারহাট, প্রতাপপুর বিছনাকান্দি ও উৎমা বিওপি’র টহল টিম অভিযান করে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৬০০ টাকার ভারতীয় শাগি, সানগ্লাস, মহিষ, সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান ও হেয়ার অয়েল জব্দ করে। 

এছাড়া বিভিন্ন কোয়ারি থেকে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাও জব্দ করে বিজিবি।

অপরদিকে, বিজিবি ৪৮ ব্যাটালিয়ন সদরের একটি টহল দল বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় টাস্কফোর্সের অংশ হিসেবে সিলেট মহানগর এলাকায় পরিচালনা করে কয়েকটি গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় সুপারি জব্দ করে।

এসব বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।