সিলেটে এনসিপি’র দুই নেতার যে কথোপকথন ভাইরাল

কওমি কণ্ঠ রিপোর্টার :

সাংগঠনিক গ্রুপে ছবি শেয়ারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সিলেট জেলা শাখার দুই নেতার উত্তপ্ত কথোপকথনের একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে ভার্চুয়াল মাধ্যম ফেসবুকে।

এই অডিওতে সিলেট জেলা এনসিপি’র যুগ্ম-সমন্বয়কারী ফয়সল আহমেদ একই ইউনিটের সদস্য আবুল মনসুর চৌধুরী রিয়াদকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে শুনা যায়।

অডিওতে ফয়সল আহমেদকে আবুল মনসুর চৌধুরী রিয়াদের উদ্দেশ্যে বলতে শুনা যায়- ‘আমি যে কমিটির যুগ্ম-সমন্বয়ক, তুমি সেই কমিটির সদস্য। তুমি জুনিয়র, তোমার সাহস হয় কী করে গ্রুপের আমার ছবি দিয়ে মন্তব্য করার।’

একপর্যায়ে আবুল মনসুর চৌধুরী রিয়াদকে অশ্রাব্য ভাষায় গালি দেন ফয়সল আহমেদ।

এ বিষয়ে ফয়সল আহমেদ কওমি কণ্ঠকে বলেন- ‘ওই মনসুর এডিট করে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আমার ছবি যুক্ত করে সাংগঠনিক গ্রুপে দেন। বিষয়টি নিয়ে আমাদের মাঝে কথা হয়েছে। তবে কথোপকথনের এই অডিওটি প্রায় ৬ মাস আগের। এখন তিনি সেটি উদ্দেশ্যমূলকভাবে ছড়াচ্ছেন। আসলে আমরা যে ত্যাগ স্বীকার করে এ পর্যন্ত এসে পৌঁছেছি সেটি অনেকের সহ্য হয় না।’

তবে কথা বলার সময় গালি দেওয়া ঠিক হয়নি বলে স্বীকার করেন এনসিপি নেতা ফয়সল আহমেদ।

এদিকে, এনসিপি’র কেন্দ্রীয় একটি সূত্র কওমি কণ্ঠকে জানায়- জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী ফয়সল আহমেদের বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীদের প্রতি অসৌজন্যমূলক আচরণসহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।