সিলেটে বাসদের দুই নেতাকে রিমান্ডে নিতে চায় পুলিশ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ব্যাটারিচালিত রিকশাচালকের উস্কানি দিয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালসহ তিনজনকে ৭ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ।

শুক্রবার (৪ অক্টোবর) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (১ম) আদালতে জাফর ও প্রণবের সাতদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। তবে আদালত এ আবেদনের শুনানির দিন ধার্য করেননি।

তথ্যগুলো কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আবু জাফর ও প্রণব জ্যোতি পাল ছাড়াও রিমান্ডের আবেদনের অন্য আসামি হলেন আজমল হোসেন।

সম্প্রতি সিলেট মহানগরে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে যখন প্রশাসন হার্ড লাইনে, তখন এসব অবৈধ রিকশার চালকদের উস্কে দিতে দেখা যায় বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালসহ দলটির নেতাকর্মীদের। এমনকি এসব চালকদের প্রথমে মাঠে নামায় বাসদ। পরবর্তীতে চালকরা বেপরোয়া হয়ে জেলা প্রশাসক কার্যালয় ও নগরভবনে হামলা চালায়। এদিন তারা সড়কেও ব্যাপক তাণ্ডব চালায়। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং এসব গাড়ির চালকদের মারধর করে।

এসব ঘটনার প্রেক্ষিতে দায়েরকৃত মামলায় গত ২৭ সেপ্টেম্বর সিলেট মহানগরের আম্বরখানা এলাকার দলীয় কার্যালয় থেকে আবু জাফর ও সদস্যসচিব প্রণব জ্যোতি পালকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।