কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলার জকিগঞ্জ ও গোয়াইনঘাটে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- গ্রেফতারকৃত ব্যক্তি- জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. নজরুল ইসলাম (৫৫) ও গোয়াইনঘাট উপজেলার নলজুরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. মিজানুর রহমান খালেদ (১৯)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- তাদের একটি আভিযানিক দল মঙ্গলবার রাত ৮টার দিকে জকিগঞ্জের কালীগঞ্জ বাজার এলাকা থেকে ৩ হাজার ৮৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ নজরুল ইসলামকে আটক করে।
অপর একটি টিম মঙ্গলবার রাত ১১টার দিকে গোয়াইনঘাট থানাধীন পূর্ব জাফলং ইউনিয়নের নলজুরি বাজার এলাকা থেকে ১০৮ বোতল বিদেশি মদসহ মিজানুর রহমানকে আটক করে।
পরে আটকদের বিরুদ্ধে আইনানুবগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাব-৯ এর মিডিয়া অফিসার।