কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. হিফজুর রহমান (৩৫) ইন্তেকাল করেছেন।
বুধবার দিবাগত (২ অক্টোবর) রাত ১টা ৫৫ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দিনি দীর্ঘদিন ধরে লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মৃত্যুর আগে সিলেটের রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।
হিফজুর রহমান স্ত্রী, মাতা ও তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় বর্ণি গ্রামের বড় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।