কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে অবৈধ টিলাকাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
গোলাপগঞ্জের ইউএনও বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জানান, উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের মর্তুজা হাসান অবৈধভাবে টিলা কাটছিলেন। খবর পেয়ে বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মর্তুজা হাসানকে দেড় লাখ টাকা অর্থদণ্ড আরোপ করেন।