কুলাউড়ায় মন্ডপের নিরাপত্তায় আস্থা অ্যাড. নওয়াব আলীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী সকলকে অভয় দিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক ৩ বারের সফল সংসদ সদস্য এড. নওয়াব আলী আব্বাছ খান।

দেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে; গণতন্ত্রকে এগিয়ে নিতে কুলাউড়াবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন- হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এ বছরও সারা দেশের ন্যায় কুলাউড়ার ২১৫ মণ্ডপে হিন্দুদের দুর্গাপূজা উদযাপিত হবে।

সাবেক এ এমপি বলেন, ‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের নিরাপত্তা এবং মূলনীতিতে সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। এবারের পূজা নিয়ে ভয় বা আতংকিত হবার কিছু নেই। কুলাউড়ার সনাতন ধর্মালম্বীরা নিশ্চিত ও নির্ভার থাকুন।’

তিনি বিশ্ব মানবতার জয় হোক প্রত্যাশা করেন।