খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুআ, মুনাজাত করলেন মাও. হুছামুদ্দীন

সিলেটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খতমে খাজেগান, মিলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ যুহর মহানগরের হাজি নওয়াব আলী মার্কেট ব্যবসায়ী পরিষদের উদ্যোগে সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদে এ দুআ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা ও দুআ পরিচালনা করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

এসময় উপস্থিত ছিলেন- হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. কুতবুল আলম, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান, সহকারী অধ্যাপক মাওলানা শাব্বির আহমদ, আরবী প্রভাষক মাওলানা জুয়েল আহমদ লতিফী, মিজানুর রহমান, বিশিষ্ট মুবাল্লিগ মাওলানা আব্দুল আহাদ জিহাদী, তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর সহ-সভাপতি মো. মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আজাদ হোসেন, ও হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা সভাপতি মহরম আলী প্রমুখ।