‘অন্যায় আমরাও করবো না, কাউকে করতেও দেবো না’

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন- এই মহানগর আমাদের। আমরাও নিজেরাও কোনো  অন্যায় করবো না। কাউকে অন্যায় করতে দেবো না। আমরা সবাইলে একটি সুন্দর ও সুশৃঙ্খল সিলেট গড়ে তুলতে চেষ্টা চালাবো। ব্যাটারির রিকশাসহ অবৈধ সব যানবহান চলাচল রোধে এবং সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো। এ ক্ষেত্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালালে নগরবাসী কঠোরভাবে তা দমন করবে।

‘সিলেট মহানগর এলাকার ফুটপাত দখলমুক্ত ও সব অবৈধ যানবাহন বন্ধ করা দাবিতে’ রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কোর্ট পয়েন্টে আয়োজিত সভায় বক্তব্যকালে এসব কথা বলে তিনি।

এ সভায় সিলেটের বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবি সংগঠনের শীর্ষ নেতা এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। 

সভা শেষে মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কোর্ট থেকে শুরু হয়ে চৌহাট্টায় গিয়ে শেষ হয়।