- এজাহারনামীয় আসামি ৬১, গ্রেফতার ১
কওমি কণ্ঠ রিপোর্টার :
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষের সময় হামলায় দিনমজুর নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনকে অভিযুক্ত কর হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫০/২০০ জনকে।
মামলার দায়েরের পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৫ নং আসামি জোবায়ের মিয়াকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার কাকুরা গ্রামের লেবু মিয়ার ছেলে।
হবিগঞ্জ জেলার একজন নিহত হয়েছেন।
গত মঙ্গলবার (২ সেপ্টে.) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী নবীগঞ্জ উপজেলায় চার গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। এসময় হামলায় সাব্বির মিয়া (৩২) নামে এক দিনমজুর নিহত হন। তিনি উপজেলার রাঁধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
সংঘর্ষে অর্ধশতাধিতক লোক আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার (১ সেপ্টে.) রাতে দুই সিএনজিচালিত অটোরিকশার চালকের মধ্যে বাগবিতণ্ডা এবং টমটম স্ট্যান্ড নিয়ে পূর্ব বিরোধের জের ধরে রাঁধাপুর ও দীঘলবাক গ্রামের লোকজনের সঙ্গে কাকুড়া ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এসময় দুপক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এতে ৬ জন আহত হন।
এ ঘটনার জেরে পরদিন (মঙ্গলবার) সকালে মাইকে ঘোষণা দিয়ে চার গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় একপক্ষের হামলায় সাব্বির মিয়া নিহত হন।
দেড় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন।
সাব্বির মিয়ার পরিবারে দাবি- তিনি কোনো পক্ষের লোক নন। ঘটনার দিন একজনের জমিতে ধানের চারা রোপণ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে তিনি খাবার খেতে বাড়ি আসছিলেন। পথিমধ্যে একটি পক্ষ তার উপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে নিহত করে।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং সেনা ক্যাম্পের একটি দল এবং থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।