- বাড়ছে নদ-নদীর পানি
কওমি কণ্ঠ রিপোর্টার :
পূর্বভাস সত্যি করে সিলেটে হচ্ছে বৃষ্টি। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাতে তুমুল বৃষ্টি হয়েছে এ অঞ্চলে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে- মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার (১৪ মে) সকাল ৯টা পর্যন্ত এই ২৭ ঘণ্টায় ২০০ মিলিমিটার। ফলে বাড়ছে সিলেট অঞ্চলের নদ-নদীর পানি।
বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, সিলেটসহ দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে আজ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে- টানা বৃষ্টির ফলে এ অঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে। তবে এখনো বিদৎসীমা অতিক্রম করেনি।