সিলেটে রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে ৭ দিনের আল্টিমেটাম

  • নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। ২ ঘন্টার এই অবস্থান কর্মসূচির যৌথভাবে আয়োজন করেছে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। 

বুধবার (১৬ জুলাই) বেলা ১১টার দিকে সিলেট সিটি করপোরেশনের সামনে রাস্তায় এই কর্মসূচি শুরু হয়েছে। 

এসময় বক্তারা বলেন- অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা যারা করে তাদের কাছ থেকে রাজনৈতিক নেতা, সিসিকের মানুষ ও পুলিশ টাকা নেয়। যে কারণে তাদের উচ্ছেদ করা হয় না। আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি। আজ থেকে এক সপ্তাহের সময় বেঁধে দিচ্ছি আমরা। এর মধ্যে সিলেট মহানগরের ফুটপাত-সড়ক থেকে হকারদের উচ্ছেদ না করলে আগামী বুধবার নগরভবনের সামনে আমরা ‘শোয়া কর্মসূচি’ পালন করবো। এরপরও দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবো।