জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃ ত্যু

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে খাদিজা বেগম নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

খাদিজা বেগম ওই গ্রামের ময়নুল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে ঘরের লোকজনের অগোচরে শিশু খাদিজা নিখোঁজ হয়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার দেহ দেখতে পেয়ে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম. আব্দুল আহাদ খাদিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।