মাদরাসা শিক্ষাবিভাগে ২৪ জনকে প্রেষণে পদায়ন

কওমি কণ্ঠ ডেস্ক :

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দেশের বিভিন্ন সরকারি মাদরাসা ও ট্রেনিং ইনস্টিটিউটে ২৪ জন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাকে প্রেষণে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

রোববার (১৮ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব মোহাম্মদ মনিরুজ্জামান ভূঞার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের একটি পূর্ববর্তী নির্দেশনার ভিত্তিতে এসব কর্মকর্তাদের প্রেষণে পদায়ন করা হয়েছে। প্রেষণপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদমর্যাদার শিক্ষকরা।

পদায়নপ্রাপ্তদের মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে আরবি বিভাগের অধ্যাপক ছালেহ আহমাদকে, অধ্যাপক (আরবি) মোহাম্মদ ওবায়দুল হক নিয়োগ পেয়েছেন সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ হিসেবে। অধ্যাপক মো. মনজুরুর রহমানকে হেড মাওলানা পদে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় পদায়ন করা হয়েছে।

এছাড়াও সহকারী ও সহযোগী অধ্যাপক পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে পদার্থবিজ্ঞান, ইসলামী শিক্ষা, ইংরেজি, আরবি, রাষ্ট্রবিজ্ঞান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ও মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এর মধ্যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে ড. মো. দিদার চৌধুরী এবং সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) ড. মো. বায়েজীদ আলম প্রেষণ নিয়োগ পেয়েছেন। আর সহযোগী অধ্যাপক (আরবি ও ইসলামি শিক্ষা) মুহাম্মদ আরিফুর রহমানকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রেষণে নিযুক্ত করা হয়েছে। 

এছাড়া, প্রভাষক পর্যায়ের একাধিক শিক্ষককে বিশেষায়িত ধর্মীয় শাখায় (আল কুরআন, হাদিস, আকাঈদ, ফিকহ, তাফসীর, আধুনিক আরবি ও প্রাচীন আরবি) পাঠদানে নিযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।