সিলেট বিএনপির এম এ হকের না ফেরার ৫ বছর

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট বিএনপি’র প্রবীণ নেতা এম এ হকের মৃত্যুর ৫ বছর অতিক্রান্ত হয়েছে। ২০২০ সালের এই দিন সকালে সিলেটের দক্ষিণ সুরমার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুর আগে নিউমোনিয়ায় আক্রান্ত হন এম এ হক। পরে তাঁকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

জনসেবায় এক নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ছিলেন এমএ হক। শেষ জীবনে এসে তিনি বিএনপির অভিভাবকের দায়িত্ব পালন করছিলেন। দলের দুর্দিনে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারি। প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ঘনিষ্টজন ছিলেন তিনি।

এম এ হক বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। এর আগে তিনি সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 

করোনাকালীন সময়েও ত্রাণ বিতরণে সক্রিয় ছিলেন এম এ হক। 

সিলেটের রাজনীতি-সংশ্লিষ্টরা বলছেন- এম এ হকের মৃত্যুতে সিলেটবাসীর জন্য বড় ক্ষতি হয়েছিলো, তা আজও পূরণ হয়নি।