কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে সুরমায় পড়ে নিখোঁজ হয়েছে আবির (১৩) নামের এক মাদরাসাছাত্র। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট মহানগরের বেতেরবাজার এলাকায় সুরমায় পড়ে যাওয়া বল আনতে গিয়ে সে পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
আমির বেতেরবাজার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়াটিয়া হিসাবে থাকতো। তার বাড়ি গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীর পাড়ে বল নিয়ে খেলছিল আবির। হঠাৎ বলটি সুরমায় পড়ে গেলে সে নদীতে নেমে বলটি তুলতে যায়। এসময় স্রোতের টানে সে নদীতে তলিয়ে যায়। আবির সাঁতার জানতো না।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত আবিরের দেহ খুঁজলেও পায়নি।
ডুবুরি ইউনিটের প্রধান আবুল হোসেন জানিয়েছেন- বুধবার সকাল থেকে ফের অনুসন্ধান শুরু করা হবে।