কওমি কণ্ঠ ডেস্ক :
৬ দফা দাবিতে সিলেটে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালন করেন সিলেটের স্বাস্থ্য সহকারীরা ।
মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি।
৬ দফা দাবি হচ্ছে - মাঠ পর্যায়ে নিয়োজিত স্বাস্থ্য সহকারীদের স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধন করে যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রদান, ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান ইত্যাদি।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে তারা সরকারের কাছে এ দাবিগুলো তুলে ধরলেও এখন পর্যন্ত বাস্তবায়নের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে স্বাস্থ্য সহকারীরা বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য অধিকার থেকে।
অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারীরা বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। তারা দ্রুত দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান, অন্যথায় আগামী দিনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন নেতারা।
(মূল রিপোর্ট : ইমজা নিউজ)