কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে মহানগরের কোর্ট পয়েন্ট এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
জানা যায়, কোর্ট পয়েন্ট এলাকার মধুবন মার্কেটের পাশে স্থানীয় লোকজন এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কওমি কণ্ঠকে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। লাশটি কোনো ভবঘুরে নাকি পথচারীর তার জানার চেষ্টা করা হচ্ছে। তবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।