কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের কাষ্টঘর। মাদক বেচা-কেনার আখড়া বলেই পরিচিত। তবু খুব কমই অভিযান হয় সেখানে। অভিযোগ রয়েছে- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করেই এখানে চালানো মাদক ব্যবসা।
তবে অবশেষে সেই মাদক আস্তানায় চোখ পড়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি)। চালানো হয়েছে অপারেশন। নেতৃত্ব দিয়েছেন এসএমপি’র উচ্চপদস্থ কর্মকর্তা- অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অপারেশন) মো. মাসুদ রানা (পিপিএম- সেবা)।
এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম শনিবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে জানান- বিকাল ৫টার দিকে কাষ্টঘর সুইপার কলোনিতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় মাদকদ্রব্য হেফাজতে রাখা, বিক্রয় ও মাদক বিক্রির নগদ অর্থসহ সমোট ২৫ জন কে আটক করে পুলিশ। এর মধ্যে নারীও রয়েছেন।
জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯০ পুরিয়া গাঁজা, ১৫৮ লিটার চোলাই মদ ও মাদক কেনাবেচার ৫৭ হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মোহাম্মদ সাইফুল ইসলাম।