কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলার ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে সিএনজিচালিত চোরাই একটি অটোরিকশা ক্রয়-বিক্রয়কালে ৪ জনকে আটক করেছে থানাপুলিশ।
বুধবার দিবাগত (১০ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার গোয়ালাবাজার গয়নাঘাটস্থ প্রভাতী ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার সুহিলপুর ইউনিয়নের উত্তর সুহিলপুর গ্রামের আলী মিয়ার ছেলে জাকির হোসেন (৫০), একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে রাজিব মিয়া (৩০), দেওয়ান মিয়ার ছেলে জুনাইদ মিয়া (৩০) ও ইয়াছিন মিয়ার ছেলে শিপন মিয়া (২০)।
এসময় রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজিচালিত অটোরিকশা গাড়ি জব্দ করে পুলিশ। অভিযানকালে ৪জনকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন চোর পালিয়ে যায়।
পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক বৃহস্পতিবার বিকেলে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়।
বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।