- পুনরায় সভাপতি মিনহাজ, সম্পাদক হাকিম
বেতনভাতা বৃদ্ধি, শিক্ষক যেখানে কেন্দ্র সেখানে ও মউশিক প্রকল্প রাজস্ব খাতে নেয়সহ বেশ কিছু দাবি নিয়ে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগের আয়োজনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষার শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সিলেট বিভাগীয় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিলেট নগরীর মানরু শপিং সিটির জিবিসি আইটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটিতে কণ্ঠ ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কে. এম. মিনহাজ উদ্দিন ও পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন ক্বারী আব্দুল হাকিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বারী নূর মোহাম্মদ মন্ডল ইদু।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমি ঢাকার উপ পরিচালক (প্রশাসন) মাওলানা শাহ মো. নজরুল ইসলাম।
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম ও কোষাধ্যক্ষ কে এম ইদ্রিস আহমদ জাকারিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর কমিটির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাওলানা আবু সালেহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, ঢাকা বিভাগীয় কমিটির আহবায়ক হাফিজ মাওলানা সেলিম জাফর খান, ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান মাসুদ, জিবিসি আইটির চেয়ারম্যান ঋতু রঞ্জন দেব, সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হক নাসিব।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ, হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আবু তৈয়ব মুজাহিদী, মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মাওলানা শেখ ফয়জুল ইসলাম সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা নুর হোসেন আজিজ, সাধারণ সম্পাদক মাওলানা মাজিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুকিত, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক হাফিজ মাও. আবিদ হাসান।