শুক্রবার সিলেট বিভাগের প্রার্থী ঘোষণা করবে খেলাফত মজলিস

কওমি কণ্ঠ রিপোর্টার :

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শুক্রবার (১১ জুলাই) সিলেটে প্রেস ব্রিফিং করে এ বিভাগের আসনগুলোর প্রার্থী ঘোষণা করবে খেলাফত মজলিস।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন দলটির আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। 

বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন। 

তিনি বলেন- কেন্দ্রীয় শীর্ষ দুই নেতা সিলেট সফরকালে শুক্রবার বিকাল ৫টায় মহানগরের পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সংবাদ সম্মেলন করবেন। এতে সংবাদ সম্মেলনে সিলেট বিভাগে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবেন এবং জাতীয় ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরবেন।