কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট সিটি করপোরশনের (সিসিক) ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আশিক আহমদকে (৪৫) গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাপুলিশ।
শনিবার (৩ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেটের এয়ারপোর্ট থানাধীন একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আশিক দক্ষিণ সুরমার মোমিনখলার আলী ভবনের মৃত মো. তমজিদ আলীর ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কওমি কণ্ঠকে জানান- আশিকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় দুটি মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় নাশকতা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।