হাওরে লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাংলাবাজার সংলগ্ন নতুন মির্জাপুর জামে মসজিদের পাশে হাওয়ার বন হাওরে ভাসমান অবস্থায় এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই ২০২৫) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে রাস্তার পূর্বপাশের হাওরে লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, লাশটি বর্তমানে আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় গণমাধ্যম কর্মীসহ দিরাই থানার ফেসবুক পেইজে প্রচার করে লাশ শনাক্তে সবার সহযোগিতা কামনা করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ।