বিশ্বনাথে প্রবাসীর মাছের খামারে কেয়ারটেকারের লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের বিশ্বনাথে মাছের খামার থেকে শাওন আহমদ নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টা দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর মাছের খামার থেকে তার লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায় তার পরিবার।

শাওন আহমদ (২০) ওই এলাকার চরচন্ডি গ্রামের মাসুক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর দৌলতপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী রহমত আলীর মাছ খামারে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় শাওনের ভাই সাজন। দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রায় ১ বছর ধরে ওই মাছের খামারে কেয়ারটেকার হিসেবে কাজ করছেন শাওন আহমদ ও তার ভাই সাজন আহমদ।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।